মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়নে কমিটি পুনর্গঠন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক :
মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে কমিটি পুনর্গঠন করেছে সরকার। সোমবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, ফাস্ট ট্র্যাক প্রকল্প তালিকাভুক্ত মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের লক্ষ্যে কমিটি পুনর্গঠন করা হলো।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে সভাপতি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, মহেশখালি উপজেলায় বাস্তবায়নাধীন ও বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্প প্রস্তাব সমন্বয় করা এবং পরিবীক্ষণ; মহেশখালি উপজেলায় নাগরিক ও সামাজিক সুবিধা সৃষ্টির জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের প্রকল্প বাস্তবায়নের সমন্বয়; কক্সবাজারের জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত স্থানীয় কমিটিকে এ সংক্রান্ত উন্নয়ন কাজ সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নে পরামর্শ দেওয়া এবং মহেশখালি উপজেলায় অবকাঠামো উন্নয়নে ভূমি বরাদ্দ, অধিগ্রহণ ও ভূমি জরিপ বিষয়ক সমন্বয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটি অন্তত ৩ মাসে একবার এবং প্রয়োজন মাফিক সভা করবে। মহেশখালির উন্নয়নে উদ্যোগী মন্ত্রণালয়গুলো তাদের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি এ কমিটিকে অবহিত করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।