মহেশখালীর কারখানা থেকে রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হচ্ছিল অস্ত্র, দম্পতি আটক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কক্সবাজার প্রতিনিধি:
‘রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের’ জন্য কক্সবাজার শহরে আনা দেশীয় আগ্নেয়াস্ত্রের চালানসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রের এ চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুড়ান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।
পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, সোমবার সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিডবোটে করে সংঘবদ্ধ অপরাধী চক্রের কিছু সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে- এমন খবর পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেটি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি স্পিডবোট বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে বোটটি থামিয়ে তল্লাশি করা হয়। স্পিড বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরি বিভিন্ন আকারের ৪ টি আগ্নেয়াস্ত্র। এসময় তাদের আটক করা হয়।
আটকদের স্বীকারোক্তি মতে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালীর অস্ত্র কারখানা থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল।আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।
তাদের গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।