কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া নিহতের ভাই লিটন সর্দার ছুরিকাঘাতে গুরুতর আহত হন। রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট নামক স্থানে এ ঘটনা ঘটে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওই যুবক স্থানীয় একটি পারটেক্স কোম্পানির কর্মী ছিল বলে পুলিশ জানায়।তিনি জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া পশ্চিম রানাখড়িয়া গ্রামের রবিউল সর্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়র সূত্রে জানা গেছে, রবিবার রাত পৌনে ৭টার দিকে নিহত আল আমিন দুই কেজি গরুর মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত পশ্চিম রানাখড়িয়া গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে মো. আসাদুল (৫০) একি গ্রামের মো. আসাদুলের ছেলে মো. আকাশ (২৫) ও তার ভাই মোঃ আকুল (২০) অতর্কিতভাবে হামলা করে তাদের হাতে থাকা ডেগার ও ভুজালি দিয়ে আঘাত করে। এসময় গুরুতর আহত অবস্থায় আল আমিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের আটকের জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।