মাওলানা সাদ কান্ধলভিকে বিশ্ব ইজতেমায় আসার অনুমতি দাবি অনুসারীদের

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির ভারতের মাওলানা সাদ কান্দলভিকে আসার অনুমতি দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন তাঁর অনুসারীরা।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘দাওয়াত ও তাবলিগে ওলামায়ে কেরাম ও সাধারণ সাথীবৃন্দ’র ব্যানারে এর আয়োজন করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’ ব্যানারে মহাসম্মেলন করেছে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো। মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা নিষিদ্ধ করাসহ ৯ দাবি জানানো হয়েছে উক্ত সম্মেলন থেকে। এতে বলা হয়, বিচ্যুত সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি দিলে সরকার পতনের ডাক দেওয়া হবে।

গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাকরাইল মসজিদের খতিব আজিম উদ্দিন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জুবায়েরপন্থিদের সম্মেলন থেকে অসংখ্য অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। অথচ আমরা ৩ নভেম্বর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের আলেমদের ঐক্যের আহ্বান জানিয়েছি।
সংবাদ সম্মেলনে জানানো অন্য দাবিগুলো হলো– বিশ্ব ইজতেমার প্রথম পর্ব নিজামুদ্দীন মারকাজের অনুসারী মূলধারার তাবলিগি সাথীদের বুঝিয়ে দেওয়া। কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা ময়দানের বৈষম্য দূর করে তাবলিগের মূলধারার সাথীদের হাতে বুঝিয়ে দেওয়া। ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীসহ দেশের বিভিন্ন স্থানে সাদপন্থিদের ৫ জনকে হত্যা ও চার শতাধিক সাথীকে আহত করার দায়ে জুবায়েরপন্থিদের নামে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তি করা। সারাদেশে সব মসজিদে ধর্মীয় উস্কানি ও সংঘাত সৃষ্টি হয়– এমন বক্তব্য নিষিদ্ধ করা।

খতিব আজিম উদ্দিন ৭টি শর্তের ভিত্তিতে দু’পক্ষের বিতর্কের প্রস্তাব দেন। শর্তগুলো হলো– দারুল উলুম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ও পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীসহ ভারত ও পাকিস্তানের শীর্ষ আলেমরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। সরকারের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।