মাগুরার সেই শিশুটির জন্য কাজ শুরু করেছে গঠিত আইনজীবী প্যানেল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

মাগুরা প্রতিনিধি:
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে করা মামলায় আইনি সহায়তা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গঠন করা পাঁচ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হচ্ছে, ভুক্তভোগী শিশুটির মা যে মামলা করেছেন, সেখানে বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনগত পদক্ষেপ, আইনি সহায়তা দেওয়া, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য মাগুরায় বিএনপির পক্ষ থেকে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
প্যানেলে রয়েছেন— আইনজীবী শাহেদ হাসান, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, কুমুদ রঞ্জন বিশ্বাস, এম এ রশিদ ও মিজানুর রহমান।
ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের পক্ষে এ আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে, যেন প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়।
এর আগে আট বছরের শিশুটির মায়ের সঙ্গে শনিবার ফোনে কথা বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হওয়া অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া শিশুটির মা গত শনিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের রোববার (৯ মার্চ) দিনের বেলা আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত। এ সময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্তরা হলেন— হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।
বর্তমানে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসা দেওয়া হচ্ছে।