মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল বুধবার রাতে উপজেলার আলমখালী যাত্রী ছাউনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন ঈষান হায়দার ও আব্দুল করিম।
আজ বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল রাতে বাহিনীর সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আনসার আল ইসলামের এ দুই সদস্যকে গ্রেপ্তার করা হলেও অজ্ঞাত আরো ৩ থেকে ৪ সদস্য পালিয়ে যান।
গ্রেপ্তারদের মধ্যে ঈষান একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাবনা জেলার দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করছিলেন তিনি। আর করিম পেশায় মুদি দোকাদার। তিনি তার নিজ এলাকা বরিশালে দাওয়াতি কার্যক্রম পরিচালনা পাশাপাশি সংগঠনের নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতেন।