মাছরাঙ্গার ছানা ধরতে গিয়ে সাপের ছোবলে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

জেলা প্রতিনিধি,মাদারীপুরঃ  

মাদারীপুরের কালকিনিতে মাটির গর্ত মাছরাঙ্গা পাখির ছানা ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আবু হুমাইদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্য হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।নিহত আবু হুমাইদ পৌর এলাকার চরবিভাগদী গ্রামের ইতালি প্রবাসী শওকত বেপারীর শিশুপুত্র ওচরবিভাগদী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা লিয়াকত বেপারী ও তার পরিবার জানায়, আবু হুমাইদ মাছরাঙ্গা পাখির ছানা ধরার জন্য বাড়ির পাশে পুকুরপাড়ের একটি মাটির গর্তে হাত প্রবেশ করায়। এ সময় গর্তের মধ্যে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতের উপর বেশ কয়েকটি ছোবল মারে। এতে করে আবু হুমাইদ গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। বাড়ির লোকজন পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।কালকিনি থানার ওসি সরকার মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।