মাছের ঘেরে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার, মালিককে জরিমানা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,যশোরঃ
যশোরের অভয়নগরে মৎস ঘেরে মাছের খাবার হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় আজিজুর রহমান সরদার (৫০) নামে এক মাছের ঘেরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার ধোপদী গ্রামের উলু বটতলা নামক স্থানে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।ঘের মালিক আজিজুর রহমান সরদার উলু বটতলা এলাকার মৃত ইউনুস সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বলেন, মাছের খাবার হিসেবে পোল্ট্রির ক্ষতিকারক বিষ্ঠা ব্যবহার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ধোপাদী গ্রামের উলু বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আজিজুর রহমান সরদারের ঘের থেকে ৩০ বস্তা পোল্ট্রির বিষ্ঠা উদ্ধার করা হয়। এরপর মৎস্য ও মৎস্যপণ্য আইন মোতাবেক ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এলাকাবাসীর সামনে উদ্ধার করা ৩০ বস্তা বিষ্ঠা বিনষ্ট করা হয়েছে।