নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামের এক নারীর পোড়া মরদেহ নিজ বাসার শৌচাগার থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জালকুড়ির ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানিয়েছেন, ওই নারী শুক্রবার রাতে শৌচাগারে ঢুকে নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।
জাহানারা বেগম পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী। রশিদ জানিয়েছেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা ছিল। শুক্রবার রাতে তিনি শৌচাগারে গিয়ে শরীরে আগুন ধরিয়ে দেন। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা শৌচাগারে আগুন জ্বলতে দেখেন। পরে চিৎকার-চেঁচামেচিতে তারা ভেতরে মৃত অবস্থায় জাহানারাকে পড়ে থাকতে দেখেন। সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে তাদের একটি দল লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।