মাটির মেঝে অপবিত্র হলে করণীয়

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

ইসলামী ডেস্ক রিপোর্টঃ 

বাসায় শিশুরা থাকলে তাদের প্রশ্রাব করার কারণে এবং এ ছাড়া অন্যান্য কারণেও অনেক সময় মেঝে নাপাক হয়ে যায়। মেঝে যদি মাটির হয়, তাহলে পেশাব শুকিয়ে দুর্গন্ধ চলে গেলে ওই মেঝে পবিত্র হয়ে যাবে এবং ওই জায়গায় নামাজ পড়া যাবে। তবে ওই জায়গার মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ হবে না।

মেঝে যদি টাইলসের, সিমেন্টের বা এ রকম শক্ত কিছু দিয়ে বানানো হয় যেগুলো পানি শোষণ করে না, তাহলে পানি দিয়ে ধুয়ে বা মুছে নাপাকির চিহ্ন বা গন্ধ দূর করলেই ওই মেঝে পবিত্র হয়ে যাবে।

মাদুর, কার্পেট, ফোম, তুলা ভরা বালিশ, লেপ, তোষক অর্থাৎ নিংড়ানো যায় না কিন্তু পানি শোষন করে এমন কাপড় বা আসবাবপত্র পবিত্র করার উপায় হলো একবার ধুয়ে পানি ঝরার জন্য রেখে দেবে। পানি ঝরে গেলে আবার ধুবে। এভাবে তিন বার ধুলে পবিত্র হয়ে যাবে।