মাঠ বানাতে নৌকা শেপের দরকার নেই: ফারুক আহমেদ

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও পূর্বাচলে দ্রুত মাঠ বানাতে চায় বিসিবি। সরকার পতনে স্টেডিয়ামের ডিজাইন ও পরিকল্পনার কিছু বদল আনা হলেও স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। শনিবার সকালে পূর্বাচলে অবস্থিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের বলেছেন, খুব দ্রুত নতুন নকশায় মাঠ তৈরির কাজ শুরু হবে। তবে নতুন নকশায় হলেও পরামর্শকদের আগের পরামর্শগুলো বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেছেন, ‘এখন আমরা এটাকে যত তাড়াতাড়ি মাঠের শেইপ দিতে পারি, এটা আমাদের একটা প্রায়োরেটি। পাশাপাশি যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, এগুলোর কাজও অব্যাহত থাকবে।’
ফারুক আহমেদের কথা, ‘দুইটা মাঠের এখানে অনুমতি ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ট করতে পারবো না। সেজন্য এখানে প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করবো, তারপর পাশের মাঠটা চেষ্টা করবো আর কী। আপনারা শিগগিরই দেখতে পারবেন মাঠের কাজ শুরু হতে।’

পূর্বাচলের এই স্টেডিয়ামটি ছিলে নৌকার আদলে। স্টেডিয়ামে নৌকার প্রতিকৃতি থাকবে কি না, এ প্রসঙ্গে বোর্ড সভাপতির বক্তব্য, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নাই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’
আর স্টেডিয়ামটির নামকরণ করার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সাবেক প্রধানমন্ত্রীর নামে হবে কিনা সেই ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের কোর্টেই বল ঠেলে দিলেন ফারুক, ‘এটা ক্রিকেট বোর্ডেএটা ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে।’