মাদারীপুরে উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ সময় এক প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার রাত আনুমানিক ৯টার পর ৭ নম্বর ওয়ার্ডে মো. শাহ আলম তালুকদার চানমিয়া তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারণায় যায়। এ সময় মো. আজাদুল ইসলাম মাসুম ব্যাপারীর সমর্থকরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে সাতজন আহত হন।
খবর পেয়ে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকে ঢাকায় পাঠানো হয়।
আহত তুষার মাদবর বলেন, চানমিয়া তালুকদারসহ আমরা ভোট চাইতে গেলে ওরা বাধা দেয় ও হামলা চালায়। এতে আমার আব্বা গুরুতর আহত হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। আনুমানিক রাত ৯টার পর এ ঘটনা ঘটেছে।
অপর পক্ষের আহত এসকান বেপারি বলেন, হঠাৎ ওই পক্ষ মোটরসাইকেলবহর নিয়ে এসেই আমাদের ওপর হামলা চালায়।
মো. আজাদুল ইসলাম মাসুম ব্যাপারী বলেন, নির্বাচন আচরণবিধি অমান্য করে চান মিয়া তালুকদার রাত ১০টার পর এসে ভোট চাইতে গেলে ঝামেলা শুরু হয়। সোনাই চান্দেরহাটে আমার ক্যাম্পও ভাঙচুর করা হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
মো. শাহ আলম তালুকদার চানমিয়া পাল্টা অভিযোগ তুলে বলেন, কয়েকটি এলাকায় মাসুম বেপারির লোকজন পাহারা বসিয়ে ভোট চাইতেই বাধা প্রদান করে।
এর সূত্র ধরেই দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।
ঘটনাস্থলে নিয়োজিত শিবচর থানার এসআই মো. আলমগীর হোসেন বলেন, রাত ৯টার পর এ সংঘর্ষ হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।