মানবপাচার মামলায় জমির-তাসলিমা দম্পতি গ্রেফতার

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
একটি মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত আসামি দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার হচ্ছেন মো. জমির মোল্যা (৪০) ও তাসলিমা বেগম (৩৮)। মানবপাচারের মামলায় তাদের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন আদালত। গতকাল রোববার দিবাগত রাতে সাভার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (৫ জুন) দুপুরে
বিষয়টি অনলাইন বাংলা নিউজ পোর্টাল নিউজ পোস্ট বিডি ডটকমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে ২০১৭ সালে একটি মানবপাচার মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার জমির মোল্যা ও তাসলিমা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।