মারাকানায় মারামারির ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪

ক্রীড়া ডেস্কঃ 

গত বছরের ২১ নভেম্বর মারাকানায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ঘরের মাঠে সেই ম্যাচে ১-০ গোলে হারে সেলেসাওরা। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে আলোচনায় ছিল সেই ম্যাচে গ্যালারিতে মারামারির ঘটনা। সেদিনের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছিল ফিফা। আর এই ঘটনায় ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশের ফেডারেশনকেই জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সেদিন ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের হাতাহাতি হয়। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জও করে পুলিশ। আর্জেন্টাইনরাও পুলিশকে উদ্দেশ্য করে গ্যালারির চেয়ার ছুড়ে মারেন। মারাকানায় নজিরবিহীন এ সংঘাতে বেশ কয়েকজন আহতও হন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) ৫০ হাজার সুইস ফ্রাঁ (৬৪ লাখ ৩৬ হাজার টাকা) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার সুইস ফ্রাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। স্টেডিয়ামের আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বেশি শাস্তি হয়েছে ব্রাজিলের। অন্যদিকে আর্জেন্টিনার ক্ষেত্রে স্টেডিয়ামে এবং তার আশপাশে শৃঙ্খলার ঘাটতি খুঁজে পেয়েছে ফিফা। ফলে তাদের অপেক্ষাকৃত কম জরিমানা করা হয়েছে।