বিনোদন ডেস্ক:
মারা গেছেন ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কিছুদিন আগেই তিনি ল্যাকমে ফ্যাশন উইকে নিজের নতুন ফ্যাশন তুলে ধরেছিলেন। হেঁটেছিলেন অনন্যা পান্ডের সঙ্গে।
কয়েক বছর ধরে নানা জটিল অসুখে ভুগছিলেন তিনি। বেশ কয়েক বার হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। ২০১০ সালে হৃদ্রোগে আক্রান্ত হন। দিল্লির গুরুগ্রামে একটি হাসপাতালে কয়েকদিন আগেও ভর্তি ছিলেন তিনি। ‘গুড্ডা’ নামেই বন্ধুমহলে পরিচিত ছিলেন এ ডিজাইনার।
তার সৃজনশীল কাজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে সমাদৃত। আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধনই তার সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। আগামী প্রজন্ম ভারতের ডিজাইন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অবদান মনে রাখবে আজীবন।
তিনি ফ্যাশন প্রেমীদের কাছে অনুপ্রেরণা বলা চলে। ২০০৬ সালে ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’ এবং ২০১২ সালে ‘ল্যাকমে ফ্যাশন উইকে’ও পুরস্কৃত হন তিনি। রোহিতের মৃত্যুর খবরে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া (এফডিসিআই) শোক প্রকাশ করেছে। কয়েকদশক ধরে তার কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন।
রোহিতের ডিজাইন কেবল তার নান্দনিকতার জন্যই নয়, ভারতের সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গেও রয়েছে গভীর সংযোগ। শুধু তার ফ্যাশনের দৃষ্টিভঙ্গির জন্য নয়। বরং প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং কারুকার্যের প্রতি আবেগের জন্যও স্বীকৃত।
তিনি জুয়েলারি ডিজাইনিংয়েও নাম করেছিলেন। রোহিত বালের ডিজাইন করা পোশাক মানেই তাতে থাকবে লাক্সারিয়াস ফেব্রিক, ভারী এমব্রয়ডারির কাজ। তার ডিজাইন করা পদ্ম আর ময়ূরের মোটিফ ছিল বিখ্যাত। ভারতীয় ডিজাইন হেরিটেজ নিয়ে তিনি কাজ করতে ভালোবাসতেন সব সময়ে। তিনি পুরোনো ডিজাইনে নতুনত্বের ছোঁয়া দিয়ে এসেছেন বরাবর।