মারা গেছেন সড়ক দুর্ঘটনায় আহত ইবির কেন্দ্রীয় মসজিদের ইমাম

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৩

 

বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ অবশেষে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টানা চারদিন মৃত্যুর সাথে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। গতকাাল শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ইবি ক্যাম্পাস ও নিহতের পরিবারের মাঝে শোকের মাতম চলছে। জনপ্রিয় এই ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ জুন) ড. আ স ম শোয়াইব গ্রিন লাইন বাসে ঢাকায় যাওয়ার পথে মাগুরাতে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি ঘাড়ে ও ডান হাতে গুরুতর আঘাত পান। এরপর মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

আজ রোববার (১১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্ট বিডিকে বলেন, গত ৬ জুন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ মাগুরায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হর।

তিনি আরও বলেন, সেখান চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার (ড. আ স ম শোয়াইব) মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতবাসী করুন।

প্রসঙ্গত, ড. শোয়াইব আহমাদ শুরু থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। এছাড়া অর্থসহ আল কুরআন ও সালাত শিক্ষা, অর্থসহ হিফযুল কুরআন কোর্স, ড. শোয়েব’স স্পোকেন ইংলিশ এবং এরাবিক শিক্ষার সংক্ষিপ্ত কোর্সেরও উদ্ভাবক তিনি। ড. শোয়াইব বিশ্ববিদ্যালয়ের সকলের কাছেই জনপ্রিয় ছিলেন।