মালবাহী ট্রেন সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনা: রেলওয়ে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
মালবাহী ট্রেন সিগন্যাল না মানায় কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার দুপুর আড়াইটার দিকে ভৈরবে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মালবাহী ট্রেনের ধাক্কায় এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বেশি।
বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম সমকালকে জানান, মালবাহী ট্রেনটি সিগন্যাল না অমান্য করায় এ সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা জানান, এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।