মালয়েশিয়ার পেনাং রাজ্যে বিএনপির কমিটি গঠন

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

কুয়ালালামপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে মালয়েশিয়া পেনাং রাজ্যের ম্যাককালাম বিএনপি কমিটির গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার একটি রেস্টুরেন্টে পেনাংয়ের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলাউ পেনাং মালয়েশিয়া জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি প্রার্থী মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মিনাদুল কবির ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. বেলাল হোসেনের নেতৃত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- মো. সাহাদাত হোসেন সাগর, মো. আজিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আলামিন ইসলাম টুটুল, মো. এলাহী, মো. সেলিম, মো. জালাল মণ্ডল, মো. সুমন, মো. সহিদুল, মো. আরিফ হোসেন, রাজু আহমেদ, আমির হোসেন কাজী, কাজী মহসিন, রমজান হোসেন, অহিদুল ইসলাম পলাশ, মো. রফিক, মো. শামীম হোসেন, ইলিয়াস, মো. সোহেল, মো. ইমন শেখ, মো. রওশন আলম, মো. ওসমান গণি, মোঃ রওশন আলী শেখ, মো. আজিম, মো. সৈয়দ হামজা, মো. পায়েল আহমেদ, মো. রুবেল, মো. হামিদুল ইসলাম, মো. কুদ্দুস, মো. নাহিদ, মো. নিজাম, মো. রিপন,আলি কুরবান, সাদ্দাম হোসেন,আবেদুল্লা, রাকিব, সিয়াম ইসলাম, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম , সাব্বির, হামিদ হোসেন, স্বপন হোসেন, মাহিদুল, আরাফাত, রমজান আলী, সুশান্ত, সুহান,কবির, আব্দুল কুদ্দুস, কাজল হাসান, শিতল, ইখলাস মণ্ডল, শুকুর আলী, তৈহিদ, মিজানুর রহমান, মামুন, হাসীব রানা, শাহানুর মোল্লা, উসমান শেখ, বুলবুল, জুয়েল রানা, আজিজুল হক, মো. ফয়জুদ্দিন, মো. রনি, মো. আলী আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এবং বাংলাদেশি প্রবাসীদের পাশে থেকে সমস্ত সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ ছাত্র/ছাত্রীদের সুস্থতা কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।