মো. সাইফুল ইসলাম:
মালিকের উপর ক্ষুব্ধ হয়ে বাস চুরি করে নিয়ে যায় ওই বাসের চালক ও হেলপার। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ওই বাস চুরির অভিযোগে অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেফতার করেছে। এরা হলো- বাসচালক মো. সানজিত (১৯) ও হেলপার আকাশ (২০)। আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে নিউজ পোস্ট বিডিটিকে এ তথ্য জানান মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।
জানা যায়, রাজধানীর মিরপুরে যাতায়াত করা বিহঙ্গ পরিবহন নামের একটি বাস চালাতো বাসচালক মো. সানজিত (১৯)। সড়কে অনিয়ম করায় বাসটি চালানোর সময় ট্রাফিক পুলিশ মামলা দেয়। এতে চালক সানজিতের মোবাইল রেখে দেন বাসমালিক আবুল বাশার। মোবাইল রেখে দেওয়ায় মালিকের উপর ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতেই হেলপারকে সঙ্গে নিয়ে মালিকের বাস চুরি করেন সানজিত। এতে আবুল বাশার মামলা করলে পল্লবী থেকে বাসটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সানজিত এবং তার সহযোগী আকাশকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল সোমবার (৩ জুলাই) রাতে মিরপুর-১০ নম্বর সেকশন থেকে বিহঙ্গ পরিবহনের একটি বাস চুরি হয়। পরে পল্লবী থেকে এটি উদ্ধার করা হয়। গ্রেফতার দুজন ওই বাসের চালক ও হেলপার। ওসি আরও বলেন, চালক সানজিত পুলিশকে জানান, ট্রাফিক পুলিশের হাতে মামলা খাওয়ায় মালিক তার মোবাইল রেখে দেন। এর শোধ নিতে তারা দুজনে মিলে ওই বাস চুরি করেন। বিষয়টির তদন্তসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।