মা হচ্ছেন শিরিন

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

মা হচ্ছেন ভারতীয় অভিনেত্রী শিরিন মির্জা। স্বামী হাসান সারতাজের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের এই সুসংবাদ জানান অভিনেত্রী।
‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সিরিয়ালে ‘শিম্মি ভাল্লা’ চরিত্রে অভিনয় করে ছোট পর্দার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান শিরিন।

স্বামী হাসান সারতাজের সঙ্গে বেবিবাম্প ফটোশুটের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিরিন।

তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাদের দোয়া শুনেছেন, সঠিক সময় সুসংবাদ দিয়েছেন। নতুন অতিথি আসছে, আমরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের অপেক্ষায়; মা-বাবা হিসেবে আগামীর পথচলা শুরুর অপেক্ষায়। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

শিরিনের এই পোস্টে সাধারণ দর্শক, ভক্ত-অনুসারী থেকে শুরু করে তারকারাও শিরিন ও হাসান দম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

২০২১ সালে জয়পুরে বিয়ে করেন শিরিন ও হাসান। এর পর থেকে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি ও ভিডিও পোস্ট করতেন।

২০১০ সালে এমটিভির ‘গার্লস নাইট আউট’ প্রতিযোগিতা দিয়ে শুরু। এরপর ছোট পর্দায় বেশ কয়েকটি কাজ করেছেন তিনি। এর মধ্যে আছে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘২৪’, ‘ধাই কিলো প্রেম’ ইত্যাদি।

‘ম্যায় নাহি আন্না’, ‘নট টুডে অ্যান্ড’, ‘লাভ ট্রেনিং’সহ বেশ কয়েকটি সিনেমাও করেছেন তিনি। কোনোটিই তেমন সাড়া ফেলতে পারেনি।