মিডল্যান্ড ব্যাংকের ২ গ্রামীণ শাখা ও দুই উপশাখার উদ্বোধন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সেলিনা আক্তার
দেশের বিভিন্ন স্থানে স্থাপিত মিডল্যান্ড ব্যাংকের ২টি গ্রামীণ শাখা এবং ২টি উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ৩১ জানুয়ারি। শাখাসমূহ ২০২৩ সালে বিভিন্ন সময় তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছিল।
গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, আনুষ্ঠানিকভাবে সম্মিলিতভাবে শাখাসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।
ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা শাখা ও উপ-শাখাসমূহ হলো- বখতারমুনসী বাজার শাখা, সোনাগাজী, ফেনী, চন্দ্রগঞ্জ শাখা, লক্ষ্মীপুর সদর, মাদানি এভিনিউ উপ-শাখা, ভাটারা, ঢাকা এবং বগুড়া পৌরসভা উপ-শাখা, বগুড়া।
ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে আগত বিভিন্ন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা। ব্যাংকের এরিয়া হেড, ক্লাস্টার হেড, উপশাখাসমূহ নিয়ন্ত্রণাকারী শাখাসমূহের ম্যানেজার, ২ নতুন শাখা ও ২টি নতুন উপ-শাখার ম্যানেজারসহ শাখার অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শাখাসমূহের গ্রাহক ও সুভানুধ্যাইরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ্যের জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া কামনা করা হয়।