মিরপুরে অনুশীলনে দেখা গেল লিটন দাসকে

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। বিশেষ করে গেল বছর জাতীয় দলের জার্সিতে রান খরায় ভুগতে দেখা গেছে টপ অর্ডার এই ব্যাটারকে। সাদা বলের ক্রিকেটে লিটন নিজেকে হারিয়ে খুঁজেছেন বারবার। বাদ পড়েছিলেন ওয়ানডের ফরম্যাটের দল থেকেও। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তারকা এই ক্রিকেটারের।

বিপিএলের শুরুতেও ব্যাট হাতে রান ছিলেন না লিটন। তবে টুর্নামেন্টের শুরুর কয়েক ম্যাচ পরেই ব্যাট হাতে রানে ফেরেন তিনি। করেছিলেন ঝোড়ো এক সেঞ্চুরিও। বিপিএল শেষে নিজ জেলা দিনাজপুরে অবস্থান করছিলেন লিটন। পরিবারের সাথে সময় কাটিয়ে ফেরার পর আজ রোববার মাঠের অনুশীলনেও ফিরেছেন তিনি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ সকাল থেকেই অনুশীলন করতে দেখা গেছে লিটনকে। ইনডোরে ব্যাট হাতে নিজেকে প্রস্তুতে ব্যস্ত ছিলেন এই ওপেনার। বোলিং মেশিনে করেছেন দীর্ঘক্ষণ অনুশীলন, বড় বড় শট খেলতেও দেখা গেছে লিটনকে।

আগামী মাসেই মাঠে গড়াবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। গেল বছর আবাহনীর হয়ে খেললেও এবার আকাশী নীল জার্সিতে দেখা যাবে না তাকে। কোন দলে খেলবেন সেটিও এখনো অনিশ্চিত। তার আগেই লিটন ফিরলেন অনুশীলনে।