রাজধানীতে পৌনে ৩ ঘন্টার ব্যবধানে ব্যাংকের স্টাফ বাসসহ ৩ বাসে আগুন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

সাইফুল ইসলাম:
তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে বিআরটিসির দোতলা বাসে, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে ও পল্টন মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পৃথক ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৫টায় নিউজ পোস্টকে আগুন লাগার এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, আজ সোমবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্টন মোড়ে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলেন পরিবহন শ্রমিকসহ আশপাশের লোকজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি আগুন নেভানোর কাজ নিশ্চিত করে স্টেশনে ফিরে এসেছে। আগুনের ঘটনায় বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পল্টন মোড়ে তানজিল পরিবহনের একটি বাসের পেছন দিকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তবে বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে যায়।

তিনি আরও বলেন, তানজিল পরিবহনের বাসটি যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে মিরপুর যাচ্ছিল। বাসটি পল্টন মোড়ে পৌঁছালে বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখে দ্রুত নেমে যায়। এরপর পরিবহন শ্রমিক ও আশপাশের লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।


তিনি জানান, আজ সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ব্যবস্তম বাণিজ্যিক এলাকা মতিঝিলের মধুমিতা সিনেমা হলের গলির মুখে পার্কিং করা বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়।
তালহা বিন জসিম আরও জানান, এর আগে রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ নম্বর এলাকায় প্রকাশ্য দিবালোকে আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পৃথক এসব ঘটনায় বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, গতকাল রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৬টি স্থানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই সময়ের মধ্যে ১৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
জানা গেছে, আজ রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের এই হরতাল চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায়।