মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গৃহবধূর নাম রিজিয়া আক্তার আঁখি (৩০)। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৬নম্বর ইছাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের মিঝি বাড়ীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আঁখির স্বামী মঈন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রিজিয়া আক্তার আঁখি উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ভূঁইয়া বাড়ীর শাহ আলমের মেয়ে।

আঁখির বাবা শাহ আলম বলেন, বুধবার দুপুরে আমার মেয়ের জামাইয়ের মামাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে আপনি একটু মেয়ের বাড়ীতে (শ্বশুর বাড়ী) আসেন। তখন আমি জিজ্ঞেস করি কেন? তখনও বলে যে আপনার মেয়ে মারা গেছে। তখন সবাই মিলে ওই বাড়ীতে যাই। গত ১ সপ্তাহ আগে আমার মেয়ে
আঁখিকে স্বামী মঈন উদ্দিন মারধর করায় রাগ করে আমাদের বাড়ীতে চলে আসে। পরবর্তীতে তার স্বামী এসে আর তাকে মারধর করবেনা বলে স্বামীর বাড়ীতে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমার মেয়েকে তারা মেরে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এই হত্যার বিচার চাই। এই ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বুধবার দুপুরে রিজিয়া আক্তার আঁখি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এই ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।