মিরসরাইয়ে বাসে তল্লাশি চালিয়ে ৯৮০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- খুলনা জেলার লবণছড়া থানার নিজ খামার এলাকার শাহাবুদ্দিন গাজীর ছেলে সোহাগ গাজী (৩৬), সোহাগ গাজীর স্ত্রী ফারজানা আক্তার শিমলা (২৩) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাঁশবাড়িয়া এলাকার আজিয়ার শেখের মেয়ে জান্নাতি আক্তার (২১)। আজ শনিবার ( ২৫ নভেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
তিনি জানান, আজ শনিবার দুপুরের দিকে গোপন সংবাদে মিরসরাই থানাধীন মিরসরাই পৌরসভার পুরাতন ডাকবাংলোর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এনা বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তিন যাত্রীকে আটক করা হয়। তাদের ব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি কবির হোসেন আরও জানান, তারা নিয়মিত ঢাকায় ইয়াবা পাচার করে আসছেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রষ আইনে মামলা করা হয়েছে।