মিরাজ ভালো, তবে সাকিবের শূন্যতা অপূরণীয়: শান্ত

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

মিরপুরে টেস্ট খেলে অবসরে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। দেশের বিমান ধরে দুবাই পর্যন্ত এসেওছিলেন সাকিব। কিন্তু নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় তাকে দেশে না ফিরতে বলা হয়েছে। এতে করে মাশরাফি, তামিমের মতো সাকিবের নামের পাশেও অঘোষিত বিদায় লেখা হলো।

সোমবার সাকিবকে ছাড়া নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, দলে সমন্বয় আনাই তাদের জন্য কঠিন হচ্ছে। সাকিবের অভাব পূরণ করাও সম্ভব নয়। তবে মেহেদী মিরাজ ওই অভাব পূরণে ভূমিকা রাখতে পারেন।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘সাকিবের অভাব পূরণ করা কঠিন। সমন্বয় ঠিক করতে আমাদের অসুবিধায় পড়তে হয়। সময় লাগবে, এটা আমাদের হাতেও নেই। আমি মনে করি, খেলোয়াড়রা তাদের নিজেদের ভূমিকা নিয়ে বেশ সচেতন।’

সাকিব না থাকায় এখন উইকেট ও কন্ডিশন অনুযায়ী, একজন বেশি বোলার নয়তো ব্যাটার নিয়ে খেলতে হবে। সাত নম্বর জায়গাটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে মিরাজ কয়েক বছরের মধ্যে ওই জায়গা নেবেন এমনই বিশ্বাস শান্তর, ‘মিরাজ খুব ভালো ব্যাটিং ও বোলিং করছে। এখন তার দায়িত্ব আরও বাড়ল। মিরাজও প্রস্তুত। তার ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। দলকে সে ভালো জায়গায় নিচ্ছে। গত কয়েকটা ম্যাচ দেখলেই বুঝতে পারবেন।’
গত পাঁচদিনে বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছুই বদলে গেছে। সাকিব টেস্ট খেলতে দেশে আসতে পারেননি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওদিকে সাকিব টেস্ট খেলতে না পারায় মিরপুরে বিক্ষোভ হয়েছে। সাকিবের পক্ষ ও বিপক্ষ নিয়ে দুই গ্রুপ ধাওয়া-পাল্টা ধাওয়া করেছে। এসবের মধ্যেও ম্যাচে মনোযোগ রাখছেন শান্তরা।

তিনি বলেন, ‘অনেক কিছু বদলে গেছে। কোচ এখানে নতুন। তিনি তেমন কিছু পরিকল্পনা করতে পারেননি। দল বোঝার চেষ্টা করছেন। আমাদের লক্ষ্য ভেন্যুর সুবিধা আদায় করা ও অভিজ্ঞতা কাজে লাগানো। আগের কোচ নিয়ে ভাবার তেমন কিছু দেখি না। আমরা বাইরের কোন বিষয় নিয়ে ভাবছি না, খেলায় মনোযোগ রাখছি।’