মিরাজ ম্যাজিকের পরও হারের লজ্জা বাংলাদেশের

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চাওয়া এভাবে ফলে যাবে সম্ভবত ভাবেননি জিম্বাবুয়ের ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসার ব্লেজিং মুজুরাবানি। তৃতীয় দিন শেষে তিনি বলেছিলেন, দুইশ’র নিচে লক্ষ্য রাখতে চান তারা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ১৭৪ রানের সেশন ছোঁয়া দূরত্বে লক্ষ্য পায় তারা। দারুণ ওপেনিং জুটিতে ওই রান সহজও করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু মেহেদী মিরাজ ঘূর্ণির ম্যাজিকে ম্যাচ জমিয়ে তোলেন। তার ওই ঘূর্ণি মাড়িয়ে ৩ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।

বৃষ্টি বিঘ্নিত সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে জিম্বাবুয়ের পাওয়া ৮২ রানের লিড শোধ করে ভালো লক্ষ্য দাঁড় করাতে পারেনি নাজমুল শান্তর দল। ওই লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। এরপর একের পর এক ধাক্কা দিয়ে ১৪৫ রানে ৬ উইকেট তুলে নেন মিরাজ। ১৬১ রানের পর অবশ্য আর উইকেট পড়েনি তাদের।

ডানহাতি অফ স্পিনার মিরাজ এক প্রান্ত দিয়ে ২২.১ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। অন্য প্রান্ত থেকে তাইজুল ইসলাম ২ উইকেট পেলেও মিরাজের যোগ্য সঙ্গ দিতে পারেননি তিনি। ১৬ ওভারে ৪.৪০ গড়ে ৭০ রান খরচা করেন এই বাঁ-হাতি স্পিনার। শেষ ইনিংসে নাহিদ রানা ও হাসান মাহমুদকে দিয়ে করানো ৯ ওভারও অবশ্য বিফলে গেছে। এর আগে মিরাজ প্রথম ইনিংসেও ৫ উইকেট তুলে নেন।

জিম্বাবুয়েকে জেতাতে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে কার্যকরী ইনিংস খেলেছেন দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেট। বেন ৪৪ রান করে ফিরে যান। বেনেট খেলেন ৫৪ রানের ইনিংস। তবে বড় কৃতিত্ব দিতে হবে দলটির পেসার মুজুরাবানিকে। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি। এর মধ্যে প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করার পথে নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলকে ২৫৫ রানে অলআউট হয়। মুজুরাবানি একাই দখল করেন ৬ উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তিনে নামা মুমিনুল হক ৫৬ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নাজমুল শান্ত দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান যোগ করেন। দু’জনই প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ফিরে যান শান্ত। তৃতীয় দিন ওই রানে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থ দিনের প্রথম বলেই সাজঘরে হাঁটা দেন দলের অধিনায়ক। এছাড়া মুমিনুল ৪৭ রান যোগ করেন। ৫৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন জাকের আলী।

জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসে রান পেয়েছেন ওপেনার বেনেট। তিনি ৫৭ রানের ইনিংস খেলেন। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার শন উইলিয়ামসন ৫৯ রান করে ফিরে যান। ওই ইনিংসে উইকেটরক্ষক নাশা মায়োভো ৩৫ ও এনগ্রাভা ২৮ রান যোগ করেন। এর আগে ২০১৮ সালে এই সিলেটে বাংলাদেশকে ১৫১ রানের বড় ব্যবধানে টেস্ট হারিয়েছিল জিম্বাবুয়ে।