টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) উপজেরা কৃষি অফিসার মাহমুদা খানম জানান, বারি জাতের সরিষার ভাল ফলন হওয়ায় কৃষরা খুঁশি। ভালো দাম পাবেন বলে আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মির্জাপুর উপজেরায় ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ বেশি হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের বারি সরিষা-১৭ আবাদ হয়েছে ৫২ হেক্টর, বারি জাতের ১৪ আবাদ হয়েছে ১১ হাজার ২৬৮ হেক্টর, বারি জাতের ৯ আবাদ হয়েছে ৪৬০ হেক্টর, বিনা জাতের ৯ আবাদ হয়েছে ২৯ হেক্টর, বিনা জাতের ১১ আবাদ হয়েছে ১০৬ হেক্টর এবং উফসি স্থানীয় জাতের টুরি-৭ আবাদ হয়েছে ২ হাজার ৮৭৫ হেক্টর।
উপজেলার ভুশুল্যা গ্রামের কৃষক শামীম, হাছেন ও জুলহাস জানিয়েছেন, উপজেরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সহায়তা ও পরামর্শে বিনামূল্যে বীজ ও সার পেয়ে উচ্চ ফলনশীল সরিষা বারি জাতের ভাল ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের অন্যতম কারণ। তারা আশা করছেন বাজারে ভালো দাম পাবেন।
এ ব্যাপারে উপজেরা কৃষি অফিসার মাহমুদা খানম বলেন, চলতি মৌসুমে মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নে ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বারি জাতের সরিষা ১৭, ১৪, ৯ এবং বিনা ৯ ও ১১ জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন খুবই ভাল হয়েছে এবং হাট বাজারে কৃষকরা ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।