মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের বিবৃতিঃ সরকার নাগরিকদের সাথে অমানবিক যুদ্ধে লিপ্ত হয়েছে

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

মোঃ সাইফুল ইসলামঃ 

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির বলেছেন, সরকার আমদানি করা অটোরিকশা সড়কে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে নিরীহ অপেক্ষাকৃত দুর্বল নাগরিকদের সাথে অমানবিক ও নিষ্ঠুর যুদ্ধে লিপ্ত হয়েছে।

সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া ও রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের শহর থেকে গ্রাম ও বন্দরে সাধারণ মানুষের সহজ পরিবহন অটোরিকশা হঠাৎ করে চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এতে প্রায় কোটি মানুষের উপার্জনের পথ রুদ্ধ করে তাদের অস্বাভাবিক মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম কবির বলেন, অটোরিকশার চালকরা ৩/৪ বছরের টার্গেটে প্রায় লাখ টাকা স্থানীয় এনজিওদের থেকে ঋণ করে অটোরিকশা কিনেছে। পরিবারের জীবনযাপন ও সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহের জন্য সৃষ্টি করা উপার্জনের পথ রুদ্ধ করে অটোচালকদের বেঁচে থাকার স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হলে অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়া সময়ের দাবিতে পরিণত হয়েছে।