মুখে স্কচটেপ প্যাঁচানো ও হাত-পা বাঁধা মরদেহ পড়েছিল সড়কে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। তার বয়স আনুমানিক ৪৮-৫০ বছর হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।