মুগদায় মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে দুই তরুণ নিহত

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আদিল আরাম সিয়াম (২২) ও অংশ (২২)। তারা একে অন্যের বন্ধু এবং শিক্ষার্থী বলে জানা গেছে। দু’জনই মোটরসাইকেলে বসা ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশা ও মোটরসাইকেলটি উল্টে পড়ে ছিল। পাশে পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশাচালক। সেখান থেকে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালককে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত সিয়ামের মামা আল আমিন জানান, সিয়াম সকালে তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। পরে আর বাসায় ফেরেনি। রাতে তাঁর খবর জানা যায়। এই দু’জনের বাসা দক্ষিণ মান্ডা এলাকায়।