মুন্সিগঞ্জে গ্রেফতার তিন জঙ্গি কারাগারে: রিমান্ড শুনানি কাল

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজংয়ে গ্রেফতার জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান আগামীকাল বুধবার (২৬ জুলাই) শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ রাতে বিষয়টি নিউজ পোস্টকে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন।

তিনি বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে লৌহজং থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। আজ তাদের আদালত তুলে মামলার তদন্ত কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক সাইফুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আগামীকাল বুধবার শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে লৌহজং উপজেলার বড় নওপাড়া এলাকা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, ধর্মীয় উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।