মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন রয়েছেন তার ছেলে, মেয়ে এবং নাতনি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, গতকাল শুক্রবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম খুকি বেগম (৪৮)। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

আহতরা হলেন– খুকির মেয়ে শাহিনা আক্তার (২২), ছেলে মোহাম্মদ হোসাইন (১৫), নাতনী নুসরাত জাহান (২)।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ৩টার দিকে গোসল শেষে ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান খুকি বেগম। এ সময় তার দুই বছর বয়সী নাতনি নুসরাত তার সঙ্গে ছিল। ঘটনা দেখে নুসরাত কান্নাকাটি শুরু করলে তার ছেলে হোসাইন এবং মেয়ে শাহিনা আক্তার তাকে বাঁচাতে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তিন জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

তাদের মধ্যে হোসাইনের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে আছেন। শাহিনা ও নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন।

মৃতের জামাই দেলোয়ার হোসেন জানান, তার শাশুড়ি ও শ্যালক দুই দিন আগে তাদের বাড়িতে বেড়াতে আসেন।

গজারিয়া থানার ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতের স্বজনদের অনুরোধে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।