মুয়াজ্জিনের বিরুদ্ধে মসজিদে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, ভয়ে বাড়ি ছাড়া ভুক্তভোগীর পরিবার

মানিকগঞ্জে প্রতিনিধি:
মানিকগঞ্জে মক্তবে পড়তে আসা ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করতে না দিয়ে বলপ্রয়োগ ও ভয় দেখায় ওই মুয়াজ্জিনের পরিবার। এতে ভয়ে ভুক্তভোগীর পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৯ এপ্রিল) সকালে মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিষয়টি দুপুরের দিকে এলাকায় ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত আবুল বাশার ভূঁইয়া (৩৬) পৌরসভার বান্দুটিয়া এলাকার আলপনা জামে মসজিদের মোয়াজ্জিন। তিনি পশ্চিম বান্দুটিয়া এলাকার কেরামত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে মসজিদের ভেতরে এই অমানবিক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশু বাড়ি ফিরে তার মাকে জানালে ক্রমশ ঘটনাটি চাঞ্চল্যে রূপ নেয়। এরপর দুপুরে স্থানীয় লাভলু মিয়া এবং ইসহাক ঘটনাটি মীমাংসার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেয়। এর এক পর্যায়ে ভুক্তভোগী পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।
এ ঘটনার পর সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ঘটনাটা শোনার পর আমরা ঘটনাস্থল এলাকায় আসি কিন্তু এখানে ভুক্তভোগী পরিবারের কাউকে পাচ্ছি না। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং অভিযুক্ত আবুল বাশারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মীমাংসার বিষয়ে জানতে চাইলে ইসহাক হোসেন বলেন, আমাকে হেও প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন রটনা রটাচ্ছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি সেখানে যাইনি।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে ভুক্তভোগী পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ভুক্তভোগী পরিবার আইনি সহযোগিতা চাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।