‘মূলধারার মিডিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত অতীতকে প্রত্যাখ্যান নয়’
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক :
ছোট পর্দার অভিনেতা তামিম মৃধাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এর মাঝে তামিম তার ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে জানান, ‘মূলধারার মিডিয়া থেকে তার সরে আসার সিদ্ধান্ত অতীতকে প্রত্যাখ্যান নয়।
পোস্ট দিয়ে তামিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার পরিবর্তনকে শ্রোতারা আন্তরিকভাবে স্বাগত জানিয়ে গ্রহণ করেছেন। পাশপাশি ‘দ্য মেসেজ পডকাস্ট’ এর মাধ্যমে যে অর্থপূর্ণ কনটেন্ট তৈরি করার পথে এগিয়ে যাচ্ছি, তাতে সমর্থন জানাচ্ছেন।’
‘সমাজে ইতিবাচকভাবে অবদান রাখার জন্য ইসলামী শিক্ষা এবং মূল্যবোধ সময়ের সাথে মিল রেখে প্রচার করতে পারি।’
মূলধারার মিডিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত অতীতকে প্রত্যাখ্যান নয় উল্লেখ করে তামিম লিখেছেন, ‘মূলধারার মিডিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত আমার অতীতকে প্রত্যাখ্যান নয়, বরং এটি আমার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বৃদ্ধির দিকে একটি পদক্ষেপ।’
তার কথায়, ‘আমার লক্ষ্য হল অনুপ্রাণিত করা, শিক্ষা প্রদান করা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করা, যাতে অর্থপূর্ণ আলোচনা তৈরি হয় যা প্রতিফলন এবং বৃদ্ধিকে উৎসাহিত করে।’
শেষে বলেন, ‘আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে, ‘অনলাইন নিউজ আউটলেটগুলো যেন এমন কোনো ভুল তথ্য প্রচার না করে যার কারণে আমার এই পথ চলা কঠিন হয়ে যায়। আপনাদের সমর্থন, উৎসাহ এবং সহানুভূতির জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিন।’