মেঘনার পাড়ে অবৈধ বালুর ব্যবসা, ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনার পাড়ে অবৈধ বালুর ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে চেয়ারম্যান ঘাটের বয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- চেয়ারম্যান ঘাট এলাকার বাসিন্দা আবদুল কাসেমের ছেলে রিয়াজ উদ্দিন (২৭), হাতিয়া বাজার এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে মো. সোহেল (৪২), চানন্দী ইউনিয়নের রাসেলপুর গ্রামের আবুল কাসেমের ছেলে আবুল হাসিম (৩৫) ও কবিরহাট উপজেলার উত্তর লামছি গ্রামের আবু তাহেরের ছেলে আবদুর রহিম (২৫)।

জানা যায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া নদী ভাঙ্গনকবলিত এলাকা। নদী পাড়ে অবৈধ বালু ব্যবসার ফলে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এসময় অবৈধ বালু উত্তোলন, পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ রিয়াজ উদ্দিনকে তিন লাখ টাকা, মো. সোহেলকে তিন লাখ টাকা, আবদুর রহিমকে তিন লাখ টাকা ও আবুল হাসিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন  বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি মামলায় সর্বমোট ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, আজকে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করলে এমন অভিযান পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসন এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সবসময় সতর্ক রয়েছে।