মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক হয়নি : আইন উপদেষ্টা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মেঘনা আলমের বিষয়ে পুলিশ তদন্ত করছে। উনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা সঠিক হয়নি।

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মেঘনা আলমের বিষয়ে পুলিশ তদন্ত করছে। উনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা সঠিক হয়নি।

তিনি বলেন, মেঘনা আলমের বিষয়ে কিছু তদন্ত পুলিশ করছে। উনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা সঠিক হয়নি। উনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা স্বীকার করছি, গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি। ঠিক হয়নি মানে উনার (মেঘনা আলম) বিরুদ্ধে কোনো অভিযোগ বা আলামত নেই, এটা নয়। সেরকম কিছু আছে, সেটার পরিপ্রেক্ষিতে করণীয় কী, সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতকে জড়িয়ে বিভিন্ন ধরনের সংবাদ হচ্ছ— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইন উপদেষ্টা বলেন, এটি নিয়ে আমরা কোনো আলোচনা করিনি।

মেঘনা আলমের ঘটনার কারণে সৌদি আরবের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা— জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, মিডল-ইস্টে একমাত্র সৌদি আরবে আমাদের শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত আছে। কিছু কিছু দেশে গত সরকারের সময়েই শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শ্রমবাজার নয়, কত মানুষ সেখানে হজ করতে যায়। এ ছাড়া আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে সৌদি আরবের বিরাট ভূমিকা রয়েছে।