মেডিকেল কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিপিএমসিএ

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

কোটা সংস্কারের আন্দোলন ও সহিংসতার জেরে বন্ধ হওয়া কুমিল্লার পাঁচ সরকারি-বেসরকারি মেডিকেলসহ দেশের অন্যান্য মেডিকেল কলেজ কবে খুলে দেয়া হবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এ সংক্রান্তে সরকারি নির্দেশনা পেলে বিদেশী শিক্ষার্থীরাও ফিরে আসবে। ভারতীয় ভিসা সেন্টার বন্ধসহ বিভিন্ন কারণে সে দেশের শিক্ষার্থীদের ফিরে আসা নিয়েও বিপত্তি দেখা দিয়েছে। ফলে এখনই সশরীরে ক্লাসে না ফিরে অনলাইন ক্লাস শুরু করার কথা জানিয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই থেকে ধাপে ধাপে বন্ধ করা হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। পরে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় ও সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো। নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও ময়নামতি মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অধিকাংশই নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়।
ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অধ্যাপক নাজমুস সাদাত বলেন, দেশের বাইরের শিক্ষার্থীরা এখনই বাংলাদেশে ফিরতে চাচ্ছে না, পরিস্থিতি বিবেচনায় তারা একটু সময় চাচ্ছে, অনলাইনের ক্লাস দিয়ে মেডিকেল শিক্ষা আসলে সম্ভব নয়।

কুমিল্লা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। তবে শিক্ষক শিক্ষার্থীরা আরও একটু সময় নিতে চাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত হয়ে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করতে হবে।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সিনিয়র সহসভাপতি ও ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ মো. সেলিম  বলেন, আজ (শনিবার) আমাদের সংগঠনের অনলাইনে সভা হয়েছে। এখনই মেডিকেল কলেজগুলো খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, বাংলাদেশের মেডিকেল কলেজসমূহে ভারত, নেপাল, পাকিস্তান, ভুটানসহ বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী আছে। এদের মধ্যে ভারতীয়দের ফিরে আসা নিয়ে কিছুটা জটিলতা আছে। তাদের ফেরা নিশ্চিত না করে মেডিকেল কলেজের ক্লাস শুরু সম্ভব নয়। ক্লাস শুরুর সঙ্গে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ক্লাস সম্পৃক্ত। পুরো বিষয়টি নিয়ে আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তাই আপাতত দুই একদিনের মধ্যে অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে।