মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

সাজ্জাদ হসেন:

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ আগামীকাল ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ২৫ জানুয়ারির পর্যন্ত এক হাজার টাকা ফি দিয়ে মোবাইলে এসএমএসের মাধ্যমে এ আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি

টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে খুদে বার্তা (ঝগঝ) করতে হবে। প্রথম এসএমএস: উএগঊ জঝঈ জড়ষষ ঘড় লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। (যেমন উএগঊ জঝঈ ১১১৬০০০)। ফিরতি মেসেজে একটি চওঘ নম্বর আসবে।

দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত চওঘ নম্বর দিয়ে ঝগঝ করতে হবে উএগঊ জঝঈণঊঝচওঘ এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। যেমন উএগঊ জঝঈণঊঝ ১২৩৪৫৬৭৮। ফিরতি মেসেজে ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার এসএমএস পাওয়া যাবে।

গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার (১৯ জানুয়ারি) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যাচাইয়ান্তে পরবর্তীতে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্রসমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা ভর্তির পর আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী সর্বোচ্চ তিন বার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন।