‘মেয়েকে ধর্ষণ করেছে, মামলা করায় এখন উল্টো আমারই বিচার চায়’
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত বিএনপি নেতা ও প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর উত্তরপাড়ায় এই কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা ও অভিযুক্ত ফিরোজের দ্রুত বিচার এবং ফিরোজ বাহিনী কর্তৃক মারপিট, হামলা ও মামলার সাক্ষীদের হুমকিসহ নানা অতৎপরতার প্রতিবাদ জানানো হয়।
গতকাল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফিরোজ আহমেদ ও তার সহযোগীরা ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা ও তৎকালীন গুরুদাসপুর থানার ওসির বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মূলত এর জেরেই ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পুনরায় ফিরোজের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে।
মানবন্ধনে মামলার সাক্ষী মোজাম্মেল হক বলেন, ফিরোজ জামিনে বের হয়ে এসে আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছেন। এতে বিচারাধীন কাজ প্রভাবিত হচ্ছে। আমরা আদালতের কাছে অনুরোধ জানাই ফিরোজের জামিন বাতিল করে দ্রুত কারাগারে পাঠানো হোক এবং বিচারকার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি প্রদান করুক।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা কান্নাজড়িত কণ্ঠে ঢাকা পোস্টকে বলেন, কি দিন আসলো ভাই, আমার মেয়েকে অপহরণের পর ধর্ষণ করিছে, সেকারণে মামলা করিছি। তাই এখন উল্টো আমারই বিচার চায়। মামলার সাক্ষীদের হুমকি ধামকি দেয়। আত্মীয়-স্বজন বাজারে গেলে মারধর করতেছে। আমাকে আওয়ামী লীগ বানাচ্ছে। অথচ আমি ওয়ার্ড বিএনপির সভাপতি। সে নিজেকে বিএনপির বড় নেতা বলে দাবি করে। বিএনপি নেতা হলে কি সে এগুলো করতে পারে, দেশে কি আইনকানুন কিছু নেই।
তে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযানে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। ঘটনাটি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলে র্যাব অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে আসেন ফিরোজ।