মেরিন একাডেমির কমান্ড্যান্টের দুর্নীতি অনুসন্ধানে সিলেটে তদন্ত দল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

সিলেট প্রতিনিধি:
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌ-প্রকৌশলী মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সিলেটে অবস্থান করছে ঢাকা থেকে আসা একটি উচ্চমানের তদন্ত দলসিলেট মেরিন একাডেমির বেশ কিছু অসঙ্গতি নিয়ে গত ২ ফেব্রুয়ারি ‘মেরিন একাডেমিতে যা ইচ্ছা তাই করছেন নৌ-প্রকৌশলী হুমায়ুন’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির কর্তৃক গত ২৩ এপ্রিল স্বাক্ষরিত ১৮.০০,০০০০.০০৭,২৭,০০১.২৪.২৩ স্মারক নং পত্র অনুসারে তদন্ত কাজে সিলেট মেরিন একাডেমিতে অবস্থান করছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. গোলাম রাব্বী।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌ-প্রকৌশলী মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে সিলেট মেরিন একাডেমিতে অবস্থান করে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন তিনি।তদন্ত কাজের বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. গোলাম রাব্বী ঢাকা পোস্টকে জানান, সিলেটে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত একটি সরকারি সফরে এসেছি। বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্টের (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে ঢাকা পোস্টে প্রকাশিত অভিযোগের বিষয়ে তদন্তকাজে আসা। আমরা এই বিষয়ে অভিযুক্তের কাছ থেকে অনেক তথ্য উপাত্ত নিয়েছি। যেহেতু আপনি উনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন সেইজন্য আমরা আপনাকেও কিছু তথ্য উপাত্ত দেওয়ার জন্য অনুরোধ করেছি।
এরপর তিনি এই প্রতিবেদকের কাছ থেকে বেশ কিছু উপাত্ত- তথ্য সংগ্রহ করেন ও পরিশেষে মেরিন একাডেমির যে সকল জায়গায় কমান্ড্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেই জায়গা সরেজমিনে এই প্রতিবেদকে নিয়ে পরিদর্শন করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে কার্যাদেশ প্রদানে অনিয়ম, গাড়ি ব্যবহারে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের ৯ দিন পর গত ১১ ফেব্রুয়ারি মেরিন একাডেমিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাতের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।