ক্রীড়া ডেস্ক:
টরোন্টোর বিপক্ষে মাঠে নেমে পেশির ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। প্রথমার্ধে ৩৭ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। মেসি ইনজুরিতে পড়লেও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মেজর সকার লিগে (এমএলএস) টরোন্টোকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। এই দিন ইনজুরিতে পড়েছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ জর্দি আলবা।
ম্যাচের পর দুই শীর্ষের চোটের বিষয়ে গণমাধ্যমের কাছে মায়ামি কোচ জেরার্ড মার্তিনো বলেছেন, ‘তারা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। সামনের দিনগুলোতে আমরা তাদের (শারীরিক অবস্থার) মূল্যায়ন করব।’
পেশির ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিপক্ষে এবং এমএলএসে মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি মেসি।