ক্রীড়া ডেস্ক:
ফ্রান্সের ক্লাব ফুটবল প্রতিযোগিতা ‘লিগ–১’ নিয়ে বরাবরই শ্লেষাত্মক মন্তব্য করে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন করে দুদিন আগেও সৌদি প্রো লিগকে সেরা বোঝাতে তিনি লিগটি নিয়ে খোঁচা দিয়েছেন। সেই লিগে দুই বছর পিএসজির জার্সিতে খেলেছেন লিওনেল মেসি, তার ছবি দিয়ে রোনালদোকে পাল্টা জবাব দিয়েছে লিগ ওয়ান।
ফ্রান্সের লিগটিতে এক সময় খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো থেকে শুরু করে মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ, নেইমার জুনিয়র, আনহেল ডি মারিয়া, দানি আলভেজ ও কিলিয়ান এমবাপের মতো বড় তারকারা। সেই লিগে এখন সেভাবে বড় নাম বলতে গেলে হাতেগোনা। কিন্তু তাই বলে নিশ্চয়ই তারা কারও খোঁচা গ্রাহ্য করার কথা নয়।
এদিকে, ক্রমশ তারকায় ভরপুর সৌদি প্রো লিগের জনপ্রিয়তা ও মান বৃদ্ধিতে মরিয়া সৌদি আরব। সে কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে করিম বেনজেমা, নেইমার ও সাদিও মানেদের ভিড়িয়েছে দেশটির বিভিন্ন ক্লাব। রোনালদো-নেইমাররাও নানা অনুষ্ঠানে হাজির হয়ে সৌদি ফুটবল ও দেশটির পক্ষে ক্যাম্পেইন করছেন। তবে আল-নাসরের পর্তুগিজ তারকা সিআরসেভেন এক কাঠি বেশি সরেস!
গত শুক্রবার দুবাইতে গ্লোব সকার প্রতিষ্ঠান বর্ষসেরা ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ আয়োজনে হাজির হয়ে লিগ ওয়ানকে নিয়ে নতুন করে মন্তব্য করেছেন সিআরসেভেন। সেখানে তিনি বলেন, ‘লিগ ওয়ানের চেয়ে সৌদি লিগ অবশ্যই ভালো। ফ্রান্স (লিগ-১) কেবলই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) নির্ভর, বাকিদের অস্তিত্ব নেই! যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে ৩৮-৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্প্রিন্ট করে দেখুন।’