মেহজাবীনকে পেয়ে রাজীব লিখলেন, ঈশ্বর আমাকে প্রাপ্যের চেয়ে বেশি দিয়েছেন

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

বিনোদন প্রতিনিধি:

 

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের প্রেম গুঞ্জন এক যুগেরও বেশী, তবে আনুষ্ঠানিক ঘোষনা এসেছিল গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। ওইদিন তাদের আকদ হয়েছিল। এতদিনেও প্রেমে নিয়ে কোন কথা বলেলনি নির্মাতা আদনাল আল রাজীব।

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাউজিংয়ে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ঠিক একদিন পর অর্থাৎ আজ দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের সঙ্গে প্রথম সেলফির ছবি দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজীব লিখেন,‘আমি কেবল একজন সাধারণ মানুষ, শিল্প তৈরি করার জন্য প্রয়াসী- চেহারা এবং প্রতিভা উভয় ক্ষেত্রেই সহজ। তবুও, কোনো না কোনোভাবে, ঈশ্বর সবসময় আমাকে আমার প্রাপ্যের চেয়ে বেশি আশীর্বাদ করেছেন।

মেহজাবীনকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘আমি মনে করি তিনি আমাকে অনুগ্রহ করেছেন, এবং এখন, তিনি আমাকে আপনাকে দিয়েছেন – সব থেকে সুন্দর এবং মূল্যবান উপহার। ১৩ বছর ধরে আপনি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু।এখান চিরকালের জন্য’।

মহুর্তের মধ্যে ভরে যায় কমেন্ট বক্স। এতে শাহনাজ খুশী,চয়নিকা চৌধুরী,শ্যামল মাওলা, জিনাত সানু স্বাগতাসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে।