বরিশাল প্রতিনিধি:
বরিশালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পরে যাওয়া গৃহবধূ ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মাসুমা খাতুন (২৮)। তিনি কাশিপুর ইউনিয়নের কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কাশিপুরের দিক থেকে মোটরসাইকেলযোগে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান, তার স্ত্রী ও সন্তান। নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা অতিক্রমকালে উচু-নিচু সড়কে নিয়ন্ত্রণ রাখতে না পেরে মোটরসাইকেল থেকে সন্তানসহ ছিটকে পরেন মাসুমা। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক এসে সড়কে পরে যাওয়া নারীকে চাপা দেয়। যদিও ভাগ্যক্রমে মাসুমার কোলে থাকা শিশুটি প্রাণে বেঁচে যায়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, অভিযুক্ত ট্রাকচালক সাইফুল ইসলামকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।