মোদির প্রশংসা করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বললেন, আমার ডিএনএ ভারতীয়
ডেস্ক রিপোর্ট:
ভারতের ভূয়সী প্রশংসা করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি বলেছেন, আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে। সোমবার (২৭ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত এক নৈশভোজে এমন মন্তব্য করেছেন প্রাবোও সুবিয়ান্তো। সেই সময় উপস্থিত ছিলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক- এমন প্রসঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওই মন্তব্য করেছেন।
প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, কয়েক সপ্তাহ আগে আমার জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট এবং ডিএনএ টেস্ট ছিল। তারা আমায় বলেছেন, আমার ভারতীয় ডিএনএ। সবাই জানে আমি যখন ভারতীয় গান শুনি তখন আমি নাচতে শুরু করি।
প্রাবোও সুবিয়ান্তো আরও বলেন, ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘ ও প্রাচীন ইতিহাস রয়েছে। আমাদের সভ্যতাগত সম্পর্ক রয়েছে, এমনকি এখন আমাদের ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃত থেকে এসেছে। ইন্দোনেশিয়ার অনেক নামই আসলে সংস্কৃত নাম এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত প্রবল। আমি মনে করে এটাও আমাদের জেনেটিক্সের অংশ।
নৈশভোজে মোদিরও অনেক প্রশংসা করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমি এখানে (ভারতে) আসতে পেরে অত্যন্ত গর্বিত…আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি ভালো কূটনীতিক নই, আমার মনে যা আছে তাই বলি। আমি এখানে কয়েক দিনের জন্য এসেছি কিন্তু প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব এবং প্রতিশ্রুতি থেকে অনেক কিছু শিখেছি।
এর আগে গত শনিবার ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সংস্কৃতি, স্বাস্থ্য, সমুদ্র সম্পর্কিত, নিরাপত্তা ও ডিজিটাল খাতসহ বিভিন্ন বিষয়ে অনেকগুলো সমঝোতা চুক্তি হয়েছে।