
ক্রীড়া ডেস্ক:
বিপিএল শেষ হয়েছে গেল শুক্রবার। একাদশ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তবে আলোচনাতে এখনো দেশের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের আরেক বড় আসর এরই মাঝে উত্তাপ ছড়াতে শুরু করেছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কড়া নাড়ছে দরজায়। চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ মাঠে গড়াবে খেলা।
গত আগস্টে রাজনৈতিক পালা বদলের পর ক্রিকেটেও যে এর প্রভাব পড়বে তা জানাই ছিল। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দিকে তাকালে তা স্পষ্ট হয়। এবার শক্তিশালী দল গড়ছে মোহামেডান। অথচ এক বছর আগেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলে প্রচণ্ড দাপট ছিল আবাহনীর। ইসমাইল হায়দার মল্লিকরা চাইলে জাতীয় দলের সব ক্রিকেটারকে খেলতে হতো দলটিতে। তাদের রিজার্ভ বেঞ্চে যে পরিমাণ বড় তারকা থাকতেন, মোহামেডানের পুরো স্কোয়াডে তা থাকতেন না। রাজনৈতিক পট পরিবর্তনে পাশার দানও উল্টে গেছে। টাকার অভাবে আবাহনী বড় দল গড়তে পারছে না।
সেই সুযোগে শক্তিশালী দল বানাচ্ছে মোহামেডান। মূলত বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদেরই টেনে নিচ্ছে সাদা-কালো শিবিরের দল। নামিদামি সব ক্রিকেটার নিয়েছে তারা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়দের ডেরা এখন মতিঝিলের ক্লাবটিতে। সেদিক থেকে বলতেই পারেন, সময় এখন মোহামেডানের। বহু বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে তারা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়দের ডেরা এখন মতিঝিলের ক্লাবটিতে। সেদিক থেকে বলতেই পারেন, সময় এখন মোহামেডানের। বহু বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে তারা। ক্লাবপাড়ার গুঞ্জন, মোহামেডান এবার ৭ কোটি টাকার দল। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তারকা ক্রিকেটার নিয়েছে দলটি।
ক্রিকেটারদের দলে টানলেও দলবদল না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) থেকে জানা গেছে, ২১ ও ২২ ফেব্রুয়ারি দলবদল অনুষ্ঠিত হবে। লিগের খেলা মাঠে গড়াবে ৩ মার্চ থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে হবে খেলা। ৮ ফেব্রুয়ারি ক্লাবগুলোর সঙ্গে সিসিডিএম সভায় এ সিদ্ধান্ত হয়। অর্থাৎ বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই লিস্ট-এ ক্রিকেট শুরু হবে।
মোহামেডান স্পোর্টিং লিমিটেড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অংকন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, আরিফুর ইমলাম ইথুন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।