মৌসুমে ৯ কার্ড, ভিনির আচরণেই কি সমস্যা?

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১০ জনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত কামব্যাকে ২-১ গোলের জয়ের পর এক্সে ওই পোস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দুঃখিত হওয়ার কারণ ৭৯ মিনিটে লাল কার্ড দেখে বছর শুরু করেন তিনি। লস ব্লাঙ্কোসরা তখন ১-০ গোলে পিছিয়ে। ভুলটা যে তারই, ব্রাজিলিয়ান তারকা হয়তো বুঝতেও পেরেছেন। তবে ‘দুঃখিত’ লিখে পার নাও পেতে পারেন তিনি। রেফারির প্রতি আগ্রাসী আচরণ করে বড় শাস্তি পেতে পারেন দারুণ ছন্দে থাকা ভিনি। ধন্যবাদ দেওয়ার কারণ হারের মুখ থেকে লুকা মডরিচ ও জুড বেলিংহাম গোল করে দলকে পয়েন্ট টেবিলে শীর্ষে তুলেছেন।

শুরুতে নিয়মের মধ্যে দোষটা করেন ভ্যালেন্সিয়ার মেসিডোনিয়ান গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভস্কি। মাথায় ধাক্কা দিয়ে গোলবক্সে বসে থাকা ভিনিকে ওঠার তাগাদা দেন তিনি। ভিনি তাৎক্ষণিক উঠে দুই হাত দিয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে ধাক্কা দেন। কার্ড আদায় করতে মাটিতে লুটিয়ে পড়েন দিমিত্রিয়েভস্কি। ভিএআর চেক করে রিয়ালের ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি সোটো গ্রাডো। তখনই ক্ষুব্ধ ভিনিসিয়ুস তেড়ে আসেন রেফারির দিকে। তাঁকে তাৎক্ষণিক আটকে রাখেন অ্যান্তোনিও রুডিগা। রিয়ালের গোলরক্ষক কোচ লুইস লোপিজ টেনে ডাগআউটে নিয়ে যান।
লাল কার্ড দেখায় ভিনিসিয়ুস সাধারণ সাজা হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। তবে লা লিগার আচরণবিধির ১০৩ ধারা অনুযায়ী, রেফারির প্রতি কোনো খেলোয়াড় আগ্রাসন দেখালে তাঁকে ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করার বিধান আছে। রেফারি ভিনির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনলে তিনি বড় শাস্তিও পেতে পারেন। সর্বনিম্ন সাজা ৪ ম্যাচের নিষিধাজ্ঞা পেলেও সুপার কোপার সেমিফাইনালে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারা লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবেন, ‘এটা লাল কার্ড হয় না। দুইজনের জন্যই সাধারণ সাজা হিসেবে হলুদ কার্ড দিতে পারতেন রেফারি। কারণ দিমিত্রিয়েভস্কিই প্রথমে দোষটা করেছেন। আমরা আপিল করব, জানি না সেটা বিবেচনায় নেওয়া হবে কিনা।’ এদিকে লাল কার্ড নির্ধারণে ভিএআর চেক করায় রেফারি গ্রাডোর প্রতি নাখোশ হয়েছেন সাবেক রেফারি মাতেও লাহোজ। তাঁর মতে, এটা ভিএআরের কাজ নয়। রেফারি দেখেছেন এমন বিষয়ে পরিষ্কার হতেই ভিএআর ব্যবহার করা উচিত। দূর থেকে নেওয়া ভিডিওতে কেমন জোরে ধাক্কা মেরেছিল, তা বোঝা কঠিন। এর আগে ২০২৩-এর নভেম্বরে এই গোলরক্ষকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভিনি। সব মিলিয়ে চলতি মৌসুমে এক লাল কার্ড ছাড়াও আটটি হলুদ কার্ড দেখেছেন এই ব্রাজিলিয়ান। যার অধিকাংশই তাঁর আচরণজনিত কারণে।