ম্যাচ জিতেই দেশ ছাড়ল সানরাইজার্স হায়দরাবাদ, কোথায় গেলেন তারা?

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

এবারের আসরটা এখন পর্যন্ত একেবারেই ভালো কাটছে না সানরাইজার্স হায়দরাবাদের জন্য। ড্রাফটের পর যাদেরকে ভাবা হচ্ছিল আসরের সম্ভাব্য জয়ী দল হিসেবে, তারাই আসরের এই অংশে এসে রীতিমত তলানির দিকে লড়াই করে যাচ্ছে। সবশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়টা তাদেরকে উঠিয়ে এনেছে পয়েন্ট তালিকার ৮ম স্থানে। চেন্নাইয়ের বিপক্ষে ৫ উইকেটের এই জয় এম চিদাম্বারাম স্টেডিয়ামে সানরাইজার্সের প্রথম জয়। সেইসঙ্গে চলতি মৌসুমেও তাদের ৯ম ম্যাচে এসে এনে দিয়েছে তৃতীয় জয়। এমন এক জয়ের পর দলের সবার জন্য মিলেছে খানিক ছুটি। সেই ছুটিতেই প্যাট কামিন্সদের পুরো দল উড়াল দিয়েছে মালদ্বীপে।

টুর্নামেন্টে সানরাইজার্সের পরের ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে। আগামী ২মে হবে সেই ম্যাচ। তার আগে দলের মনোবল চাঙ্গা রাখতেই এমন ছোট ভ্রমণের সিদ্ধান্ত। দলের সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপ ভ্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, পুরো দলই মালদ্বীপের সাগরপাড়ের সৌন্দর্য উপভোগ করছেন।

তবে এই ভ্রমণ শেষে আইপিএলে ফেরার পর সানরাইজার্স হায়দরাবাদকে ফিরতে হবে কঠিন সূচিতে। আইপিএলের লিগ পর্বে তাদের হাতে আছে আর মোটে ৫ ম্যাচ। আর কোয়ালিফায়ারে যেতে হলে এই ৫ ম্যাচেই জয় দরকার ২০১৬ আসরের চ্যাম্পিয়নদের। যদিও প্রতিপক্ষ বিবেচনায় হায়দরাবাদের কাজটা একেবারেই সহজ হচ্ছে না।