যন্ত্রপাতি কিনে টেন্ডারের নাটক হতো বিসিএসআইআরে

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক;

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া হতো। শুধু তাই নয়, ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করা হতো।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে এমন অদ্ভুত অনিয়মের সত্যতা পাওয়া গেছে। নিয়োগ ও গবেষণায় অনিয়ম, পুরস্কার জালিয়াতিসহ বিভিন্ন আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে বিসিএসআইআরে অভিযান পরিচালনা করা হয়।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ বিষয়ে বলেন, বিসিএসআইআরের নানাবিধ আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, গবেষণায় অনিয়ম, পুরস্কার জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কেমিক্যাল মেট্রোলোজি অবকাঠামো সমৃদ্ধকরণ প্রকল্পে নিজস্ব ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন, স্পেসিফিকেশন ও বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী ক্রয় সম্পাদন না করে অর্থ উত্তোলনসহ অন্যান্য অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম।

দুদক আরও জানায়, দুদকের টিমের সরেজমিন পরিদর্শনে ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেশিনারিজ ক্রয়ের টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই ওই সব মেশিনারিজ ক্রয় করে ইনস্টলেশন করা হয়। পরে ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে টেন্ডার বাস্তবায়ন করে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে বিসিএসআইআরের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত উক্ত প্রকল্পের আওতায় কেমিক্যাল ক্রয় হয়েছে প্রায় ১ কোটি ৮০ হাজার টাকা। কিন্তু পরে ৪ কোটি ৮৬ লাখ টাকার টেন্ডার দেখানো হয়েছে। ফলে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। টিম অভিযানকালে ১১টি যন্ত্রের অস্তিত্ব খুঁজে পায়, যেগুলো কোনো রকম টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় করা হয়নি। ওই গুলো আগামী অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ক্রয়কৃত দেখানো হবে- যা সম্পূর্ণরূপে বিধিবহির্ভূত।

অভিযানকালে প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।